ক্যাটাগরি

জানালা বন্ধ করার বিবাদে স্ত্রীকে ‘চড়’, ‘ধাক্কায়’ মৃত্যু স্বামীর

সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে শুক্রবার গভীররাতে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জনান।

নিহত তাজুল ইসলাম (৫০) ওই এলাকার এমরান মোল্লার ছেলে।

এ ঘটনায় তাজুলের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪৫) আটক করেছে পুলিশ।   

পরিদর্শক সোহরাব বলেন, “তাজুল দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরার পর থেকেই স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে ঘরের জানালা বন্ধ করা নিয়ে তাজুলের সঙ্গে তোহার বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে তোহাকে চড় মারেন তাজুল। এ সময় তাজুলকে ধাক্কা দিয়ে তোহা টেবিলের ওপর ফেলে দিলে তিনি মাথায় আঘাত পান।”

পরে তাজুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তোহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।