উপজেলার ঝাউদিয়া বাজারের হিন্দুপাড়ায় শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয় বলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান রতন জানান।
নিহত জসিম উদ্দিন (৩৫) ওই এলাকার পাতারি মণ্ডলের ছেলে। ভ্যানচালক ছিলেন তিনি।
আহত রশিদ তার ভাই।
এলাকাবাসী জানান, জসিমদের সঙ্গে চাচা ও চাচাত ভাইদের জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। একাধিকবার স্থানীয়রা মীমাংসা করার চেষ্টা করলেও তা কেউই মেনে নেয়নি।
এর জেরে সকালে মারামারি বাধলে ধারালো অস্ত্রের আঘাতে জসিম ও রশিদ আহত হন। স্থানীয়রা তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
আর জসিমের ভাই রশিদকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিদর্শক রতন বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে জসিম নিহত হয়েছেন।”
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি রতন।