ক্যাটাগরি

‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান

মূলত
আইপিএলের ফাইনাল দেখতে ভারতে যাবেন বার্কলে। এর আগে ঘুরে যাচ্ছেন বাংলাদেশ। শনিবার
সংবাদমাধ্যমের মুখোমুখ হয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল
ইউনুস জানালেন আইসিসির চেয়ারম্যানের সফরের কারণ।

“কোনো
কারণ নাই (এই সফরের)। একদিনের জন্য আসবেন, থাকবেন, এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এটা
সৌজন্যমূলক সফর।”

“কালকে
আসবেন। কিছু অবকাঠামো হয়তো দেখবেন, শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সফর আছে (পূর্বাচলে
নির্মানাধীন), ওটা দেখবেন। কিছু আলাপ-আলোচনা হবে। উনার সঙ্গে একটি ডিনার আছে আমাদের।
২৩ তারিখ উনি খেলা দেখবেন, প্রথম এক ঘণ্টা বা এরকম।”

গ্রেগ
বার্কলে পেশায় ছিলেন আইনজীবি। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বেশ কিছু কোম্পানির পরিচালকও
তিনি। ২০১২ সাল থেকে ছিলেন নিউ জিল্যান্ড ক্রিকেটের পরিচালক। ২০২০ সালের নভেম্বরে তিনি
নির্বাচিত হন আইসিসি চেয়ারম্যান। এই বছরের নভেম্বরে শেষ হচ্ছে তার মেয়াদ।