ক্যাটাগরি

প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ

ইন্দোনেশিয়ার জাকার্তায় শনিবার
৫-১ গোলে হেরেছে গোবিনাথান ইমানের দল। ফিল্ড গোল থেকে বাংলাদেশের পক্ষে ব্যবধান কমান
আরশাদ হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার এশিয়া
কাপের স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান
গেমস হকির বাছাইয়ে রানার্সআপ হয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ। আট দলের এই আসর শুরু
হবে আগামী ২৩ মে।

বাংলাদেশ রয়েছে পুল ‘বি’তে,
যেখানে তাদের সঙ্গী মালয়েশিয়া, ওমান ও দক্ষিণ কোরিয়া।

পুল ‘এ’ তে রয়েছে ভারত, জাপান,
পাকিস্তান ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

আসরের উদ্বোধনী দিনে কোরিয়ার
মুখোমুখি হবে রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান সবুজরা।

২০১৭ সালে ঢাকায় হওয়া সবশেষ
আসরে সেমি-ফাইনালে চীনের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে পঞ্চম
স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। সেখানে জাপানের কাছে ৪-০ গোলে হেরে ৬ষ্ঠ হয়েছিল
তারা।

মালয়েশিয়াকে হারিয়ে ঢাকার আসরটিতে
চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।