কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মৃত দেলোয়ার হোসেন (৪৫) ওই বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।
প্রতীকী ছবি
ওসি বলেন, “পারিবারিক জমি নিয়ে দেলোয়ার ও আব্দুল হাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
“এ সময় আব্দুল হাই লাঠি দিয়ে দেলোয়ারের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রফিকুল।