রোববার দুপুরে ফাতেমা (৩০) নামের ওই গৃহকর্মীর লাশ কাফরুলের ইব্রাহিমপুরের ঈদগাহ রোডের হাবিব মঞ্জিল থেকে উদ্ধার করে পুলিশ। ফাতেমা ওই বাসার দ্বিতীয় তলায় কাজ করতেন।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদগাহ রোডের ওই বাসায় কিছুদিন আগে গৃহকর্মীর কাজ নেয় ফাতেমা। রোববার সকালে কাজে আসার কিছুক্ষণ পর বেলা সাড়ে ১১টার দিকে ওই বাসায় তার দ্বিতীয় স্বামী রাসেল এসে কলিং বেল দেয়। তখন ফাতেমা বাসার মূল গেট খুলে দেয়।
এরপর রাসেল দোতলায় দরজার কাছে এসে ফাতেমাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানান তিনি।
ঘটনাস্থলেই ওই গৃহকর্মীর মৃত্যু হয় বলে জানান কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম।
“ঘটনার পরপরই রাসেলকে ধরতে পাশে বাসার এক মহিলা চেষ্টা করছিল। কিন্তু সে দ্রুত পালিয়ে যায়।”
পুলিশ জানায়, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর রাসেলের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তারা ইব্রাহিমপুরেই থাকতেন।
স্বামী স্ত্রীর পারিবারিক বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা।
ওসি হাফিজুর বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে কিছুটা সময় লাগবে। রাসেলকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।