হজ করার জন্য কোনো দলেই নেই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কোনো ম্যাচ না খেলেই ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়।
চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথে দেশে ফেরা গতিময় পেসার তাসকিন আহমেদ আছেন তিন ম্যাচের ওয়ানডে দলে। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি তাকে। বাদ পড়েছেন বাজে সময় কাটানো বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
আঙুলের চোটে আপাতত মাঠের বাইরে থাকলেও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জায়গা পেয়েছেন ওয়ানডে দলে।
বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, এনামুল হক।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
(বিস্তারিত আসছে)