রোববার
দুপুরে রুমা খাতুন ওরফে সুবর্ণা (৩২) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর
মহানগর পুলিশের কোনাবাড়ি থানার এস আই মো. লুৎফুর রহমান জানান।
সুবর্ণা
যশোর সদরের চাউলিয়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে।
এস আই
মো. লুৎফুর রহমান সাংবাদিকদের জানান, দুপুরে সুবর্ণা আক্তার কাশিমপুর মহিলা কারাগারে
মাদক মামলায় বন্দি নীলা নামের এক নারীর সঙ্গে দেখা করতে যান। এ সময় কারা কমপ্লেক্সের
প্রধান ফটকে (আরপি গেইটে) কারারক্ষী আনোয়ারা বেগম ও শিউলি আক্তার তার দেহ তল্লাশি করেন।
“তল্লাশিকালে
রুমার ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে চারটি নীল রঙ্গের পলিথিনে মোড়ানো এক হাজার ৭৫পিচ
ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৫ হাজার ৭৬০ টাকা পান।”
লুৎফর
জানান, পরে কোনাবাড়ী থানায় খবর দেওয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবা ট্যাবলেট
ও টাকা জব্দ করে।
গাজীপুর
মহানগরের কোনাবাড়ী থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, রুমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা হয়েছে।