ক্যাটাগরি

চাকরি শুরুর আগেই তারা সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে

‘সাহায্য নয়- উপহার, উষ্ণতা হোক অধিকার’ স্লোগান নিয়ে শুক্রবার উত্তরবঙ্গ, চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, বন্যাকবলিত অঞ্চল, ঢাকাসহ ১৫টি জেলার শীতার্তদের মাঝে আড়াই হাজার কম্বল ও দুই হাজার ১৫০ কৌটা পেট্রোলিয়াম জেলি বিতরণ করেছে ৩৮তম বিসিএস ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) পরিবার। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্কও বিতরণ করেছেন তারা।

সরকারি চাকরিতে দেশসেবা শুরুর আগেই নিজেরা তহবিল সংগ্রহ করে দুর্গম চর, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তারা এসব সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাদের এই কাজে সহায়তা করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

উদ্যোক্তারা জানান, শীতপ্রধান অঞ্চল ও দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোকে তারা প্রাধান্য দিচ্ছেন। এর আগে বন্যা কবলিত মানুষের জন্যও তারা উপহার পাঠিয়েছিলেন।

৩৮তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কিছুদিন হল নিয়োগের সুপারিশ পেয়েছি।আমরা মনে করি, জনগণের ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করে এই পর্যায়ে এসেছি। তাদের সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের যে কোনো মানবিক প্রয়োজনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”