ওদিকে, আগ্রাসনের মুখেও অবিচল নেতৃত্ব এবং শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে বিশ্ব চমকে গেলেও স্বামীর এ রূপ দেখে বিস্মিত নন বলে জানিয়েছেন ওলেনা। রোববার এক টেলিভিশনে জেলেনস্কি ও ওলেনার আগে থেকে রেকর্ড করা একটি বিরল সাক্ষাৎকার প্রচার করার খবর জানায় ডেইলি মেইল।
সেখানে ওলেনা বলেন, ‘‘কেউ আমার স্বামীকে আমার থেকে আলাদা করতে পারবে না, এমনকি যুদ্ধও না।”
“যুদ্ধ শুরুর পর থেকে ভলোদিমির পাল্টে গেছেন এমনটা আমি বলতে পারব না। তিনি একজন নির্ভরযোগ্য স্বামী, তার আগে তিনি একজন নির্ভরযোগ্য পুরুষ এবং তিনি সেটা থাকবেন। তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি, তিনি যেভাবে জড়িয়ে আছেন তার পরিবর্তন হয়নি।”
পেশা জীবনে একজন চিত্রনাট্যকার ওলেনা বলেন, তিনি সব সময় তার স্বামীর ভাষণের বড় ভক্ত ছিলেন না। সেগুলো নিয়ে গবেষণার সময়ও তার ছিল না।
তিনি আরও বলেন, কখনও কখনও জেলেনস্কি নিজের ভাষণে অনেক বেশি সাহিত্য ব্যবহার করতেন, কখনও কম। “আমরা এ যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরাই এ যুদ্ধ শেষ করব,” এভাবেই নিজের বক্তব্য শুরু করেন জেলেনস্কি।
জেলেনস্কি ও ওলেনার সাক্ষাৎকার এমন একটি সময়ে প্রচার করা হল, যখন মারিউপোলের আজভস্তাইল ইস্পাত কারখানার সব সেনা আত্মসমর্পন করেছে। যার মধ্য দিয়ে ইউক্রেইনের সবচেয়ে বড় এই বন্দর নগরীতে বিজয় ঘোষণা করতে পেয়েছে রাশিয়া। এখন তারা নতুন উদ্যমে দনবাস অঞ্চলে আক্রমণ শানাচ্ছে।
যুদ্ধে ইউক্রেইনের সেনারাও পিছিয়ে নেই। তারা এরই মধ্যে দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী খারকিভ উপকণ্ঠ থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে সেখানে পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।