ক্যাটাগরি

বুকে ব‍্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস

২৩তম ওভারে পেসার কাসুন রাজিথা আক্রমণে ফেরার পর দ্বিতীয় স্লিপে দাঁড়িয়েছিলেন কুসল মেন্ডিস।  প্রথম বল দেখেশুনে ছেড়ে দেন মুশফিকুর রহিম। গ্লাভসে জমিয়ে নিরোশান ডিকভেলা ছুঁড়ে দেন মেন্ডিসকে। বল ধরার সময়ই মনে হচ্ছিল কোনো সমস‍্যা হচ্ছে তার। একটু পরে বসে পড়েন তিনি। দৌড়ে আসেন শ্রীলঙ্কা দলের ফিজিও।

স্ট্রেচারের জন‍্য শুরুতে ইশারা করেন মাঠে যাওয়া লঙ্কান খেলোয়াড়রা। তবে শেষ পর্যন্ত হেঁটেই মাঠ ছাড়েন মেন্ডিস। পরীক্ষার জন‍্য সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের কক্ষে। প্রায় পুরোটা সময় এক হাতে বুক চেপে ধরেছিলেন মেন্ডিস।

পরে অধিকতর পরীক্ষার জন‍্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। কুসল মেন্ডিসের জায়গায় ফিল্ডিং করছেন কামিন্দু মেন্ডিস।