ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ডে সোমবার পুল ‘বি’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারে বাংলাদেশ। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে গোবিনাথান ইমানের দল।
গত বছর ঢাকায় হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোরিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। এ ম্যাচের ষষ্ঠ মিনিটে খোরশেদুর রহমানের পেনাল্টি গোলে দল এগিয়ে যাওয়ায় মিলেছিল আরেকটি জমজমাট ম্যাচের ইঙ্গিত।
কিন্তু ত্রয়োদশ মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার পর একটু একটু করে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ২টি করে এবং শেষ কোয়ার্টারে আরও একটি গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে।
এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার সেমি-ফাইনালে চীনের কাছে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।