ক্যাটাগরি

গাজীপুরে স্কয়ারের ওষুধ কারখানায় আগুন

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কারখানার ভেতরে নতুন (লার্জ ভলিউম প্যারেন্টাল) ইউনিটে আগুনের সূত্রপাত হয় বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান। 

তিনি বলেন, ফয়ার সার্ভিসের সদর দপ্তর, গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের সখিপুর, মির্জাপুর, সাভারের ডিইপিজেডসহ আশপাশের ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের বড় মই ব্যবহার করে আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী মানব সম্পদ কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, “এ ইউনিটের টেকনিক্যাল ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এখানে স্যালাইন তৈরি হয়। এখানে তেমন জনবলের প্রয়োজন হয় না। মেইন্টেইনেন্সের জন্য কয়েকজন লোক প্রয়োজন হলেও অগ্নিকাণ্ডের সময় তারা সেখান থেকে বের হয়ে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

প্রচুর ধোঁয়া বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ধোঁয়ার কারণে আগুনের শিখাও দেখা যাচ্ছে না।”

১৯৫৮ সালে ওষুধ কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা স্কয়ারের কালিয়াকৈরের কারখানাটি চালু হয় গত শতকের নব্বইয়ের দশকে। বর্তমানে বিশ্বের ৪২টি দেশে ওষুধ রপ্তানি করছে স্কয়ার।