ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। আহসান আলীর বয়স হয়েছিল ৫০ বছর।
সিডির যুগে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন আহসান আলী; পরে যুগের সঙ্গে তাল মিলিয়ে ইউটিউবে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি।
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে আহসানের জন্ম ও বেড়ে ওঠা। রোববার রাতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে বলে জানান দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েক বছর ধরেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন আহসান। তবে ১৫ দিন আগেও তাকে ক্যামেরার সামনে দেখা গেছে। পরে শরীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
নব্বইয়ের দশকের শেষভাগে গ্রামের অনুষ্ঠানে অভিনয় শুরুর পর এলাকায় নামডাক ছড়িয়ে পড়ে আহসান আলীর। পরে প্রকাশিত হয় তার কৌতুকের অ্যালবাম ‘ভাদাইম্যা’। ওই অডিও অ্যালবামই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়।