ক্যাটাগরি

লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন

সোমবার দুপুরে জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. রাশেদ রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের আলী হায়দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জানান।

মামলার বরাতে বলা হয়, ২০২০ সালে উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে সুমির সঙ্গে রাশেদের বিয়ে হয়। পারিবারিক নানা বিষয়ে তাদের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। ওই বছরের ৩ মে গভীর রাতে ঘুমের মধ্যে সুমি মারা গেছে বলে রাশেদ তার শ্বশুর বাড়িতে খবর পাঠায়।

সুমির মামা হাজেরা বেগম ঘটনাটি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে সুমিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

ওই বছরের ৭ জুলাই রায়পুর থানায় মামলা করেন সুমির মা। তদন্ত শেষে একই বছরের ১৯ অক্টোবর পুলিশ রাশেদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।