ক্যাটাগরি

টিপু হত্যা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

সোমবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে প্রতিবেদন জমার দিন
থাকলেও গোয়েন্দা পুলিশ (ডিবি) তা দিতে না পারায় আগামী ৫ জুলাই নতুন তারিখ দেন
বিচারক তরিকুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন
শিকদারকে সেদিন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান,
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান।

গত ২৪ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর শাজাহানপুরে দুর্বৃত্তদের
এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল
ইসলাম টিপু।

ওই সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান
প্রীতি গুলিতে নিহত হন। টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।এ ঘটনায় টিপুর স্ত্রী
ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন।

এ মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি কারাগারে আছেন। এরা হলেন- ঢাকা
দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ওমর ফারুক,
আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির, মো.
মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল।

আগামী এপ্রিলেই একটি চাকরিতে যোগদানের কথা ছিল সামিয়া আফনান প্রীতির।

আগামী এপ্রিলেই একটি চাকরিতে যোগদানের কথা ছিল সামিয়া আফনান প্রীতির।

এদের মধ্যে ফারুককে গ্রেপ্তারের
পর টিপু হত্যাকাণ্ডের ‘পরিকল্পনাকারী’ হিসেবে
চিহ্নিত করে র‍্যাব।

গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে জামিন নিয়ে যাতে
পালিয়ে যেতে না পারে এবং তদন্ত কাজে ‘বিঘ্ন সৃষ্টি করতে  না পারে সেজন্য কারাগারে  আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

আরও পড়ুন

টিপু হত্যা: ওমর ফারুকসহ ৫ জন কারাগারে
 

টিপু খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতার পরিকল্পনায়: র‌্যাব
 

টিপু হত্যা: ‘পরিকল্পনাকারীসহ’ আরও ৪ গ্রেপ্তার