ক্যাটাগরি

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কাজলা ব্রিজ এলাকায়
রোববার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এসআই সাব্বির হোসেন
জানান।

নিহত নজরুল ইসলাম (৬০)
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রহা গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে। দুই ছেলে
ও এক মেয়েকে নিয়ে যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়া এলাকার এক বাসায় ভাড়া থাকতেন
তিনি।

এসআই সাব্বির জানান,
নজরুল একসময় অটোরিকশা চালাতেন। ছয় মাস আগে তার ব্রেন টিউমার ও
ক্যান্সার ধরা পড়ে।

পরিবারের বরাত দিয়ে এই
পুলিশ সদস্য বলেন, “রাতে কাজলা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ির ধাক্কায়
গুরতর আহত হন নজরুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।”

নিহতের ছেলে হাবিব
উল্লাহ জানান, “বাবার কিছুটা মানসিক সমস্যা দেখা দিয়েছিল। মাঝেমধ্যে রাতে বাসা
থেকে বাইরে বেরিয়ে পড়তেন।”

পরিবারের আবেদনের আইনি
প্রক্রিয়া সেরে ময়নাতদন্ত ছাড়াই নজরুলে মরদেহ পরিবারের কাছে
হস্তান্তর করেছে পুলিশ।