ক্যাটাগরি

সৌদিতে মেয়েকে বিক্রির অভিযোগ, বরিশালে মায়ের মামলা

সোমবার মানব পাচার
অপরাধ দমন ট্রাইব্যুনালে চার জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন ওই মেয়ের মা।

ট্রাইব্যুনালের বিচারক
মঞ্জুরুল হোসেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন বরিশাল
নগরীর পলাশপুর এলাকার আজমল হোসেন, তার মা লাকি বেগম, ঢাকার আজিজ অ্যান্ড রিক্রুটিং
এজেন্সির পরিচালক কাজী আতাহার হোসেন ও কর্মকর্তা আনোয়ার হোসেন। মামলায় আরও ৪/৫
জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বরাতে ট্রাইব্যুনালের
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার জানান, আসামিরা চাকরির কথা বলে চলতি
বছরের ৪ এপ্রিল বাদীর মেয়েকে সৌদি আরব পাচার করেন। পরে সেখানে এক দালালের কাছে
মেয়েকে বিক্রি করে দিয়েছেন।

“তাকে সৌদি আরবের
জেদ্দার আল সাদা শহরে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে বাদীকে তার
মেয়ে ফোন করে জানিয়েছেন।” 

মামলায় আরও অভিযোগ করা
হয়, বিষয়টি আসামিদের জানালে তারা মেয়েকে ফেরত দেওয়া বাবদ ১ লাখ ২০ টাকা দাবি করেন।