ক্যাটাগরি

এলিজাবেথ বোর্নকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার চিঠি

সোমবার পাঠানো এই অভিনন্দন বার্তায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

ফরাসি নতুন প্রধানমন্ত্রীর ওপর আস্থা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “রাজনীতিবিদ ও প্রশাসক হিসাবে কাজের অভিজ্ঞতা আপনার দায়িত্ব পালনে সহায়ক হয়ে উঠবে।

“দ্বিতীয় মেয়াদে দায়িত্বে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশনাগুলো বাস্তবায়নে আপনার অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

গত ১৭ মে আধুনিক ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় এবং গত তিন দশকের মধ্যে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান এলিজাবেথ বোর্ন। তিনি এর আগে ফ্রান্সের শ্রমমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোঁ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিসভার জন্য এলিজাবেথকে বেছে নেন প্রধানমন্ত্রী হিসেবে।

চিঠিতে অর্ধশতক আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে ব্যবসা, বিনিয়োগ, পানিসম্পদ, উন্নয়ন, বিমান চলাচল, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে বহুমাত্রিক সহযোগিতায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অভিন্দন বার্তায় তিনি লিখেছেন, “আমাদের মূল্যবান অংশীদারিত্বকে আরও বৈচিত্র্য দিতে আমি আন্তরিকভাবে আপনার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

চিঠির শেষে এলিজাবেথ বোর্নের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বন্ধুসুলভ ফরাসি জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।