ক্যাটাগরি

ইউনূস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে কর্মীদের মামলা প্রত্যাহার

মঙ্গলবার প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আইনজীবী ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পাওনা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে পরিশোধ করা হবে।”

তিনি জানান, কর্মীদের পক্ষ থেকে গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাই কোর্টে একটি মামলা, দুটি রিট ও তিনটি আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছিল।

এছাড়া পাওনা পরিশোধ চেয়ে শ্রম আদালতে আরও ১০৪টি মামলা করেছিলেন গ্রামীণ টেলিকমের ১৭৬ কর্মী।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “কর্মীদের পাওনা পরিশোধের দাবি মেনে নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিশোধের আশ্বাস দিলে সব মামলায় প্রত্যাহার করা হয়।

“আজ তারা হিসাব-নিকাশ করে জানিয়েছে, ১৭৬ জন কর্মী সব মিলে ৪৩৭ কোটি টাকা পাওনা আছেন।”

এর আগে সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চে শ্রমিকদের পক্ষ থেকে এই আইনজীবী জানান, “শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে গ্রামীণ টেলিকম আশ্বাস দিয়েছে, সেজন্য সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হবে।”

পরে ‘রিট মামলা’ প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে শ্রম আদালতে অন্যান্য মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান আইনজীবী ইউসূফ আলী।

গ্রামীণ টেলিকম কোম্পানি শ্রমিকের অংশের লভ্যাংশ শ্রমিক-কর্মচারীদের মধ্যে বণ্টন না করায় শ্রম আদালত ও হাই কোর্টে এসব মামলা করেছিলেন শ্রমিকরা।

এছাড়া গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে গত ৭ ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল।