আইনপ্রণেতা খান মোহাম্মদ ওয়ারদক বিস্ফোরণ থেকে প্রাণে বাঁচলেও ২০ আহতের মধ্যে আছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসউদ আন্দারাবি।
তিনি জানান, এটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা ছিল নাকি আইনপ্রণেতা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সে পথের পাশে পার্ক করা কোনো গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল, তা পরিষ্কার হয়নি।
শেষ খবর পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।
রোববার লোগার, নানগারহার, হেলমান্দ ও বাদাখশান প্রদেশেও বোমা হামলার ঘটনা ঘটেছে। পৃথক এসব বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু বেসামরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার গজনি প্রদেশে এক বোমা বিস্ফোরণে ১১টি শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নিহত হন। বোমাটি একটি রিকশায় পেতে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন মাসে তালেবান দেশজুড়ে ৩৫টি আত্মঘাতী হামলা ও ৫০৭টি বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে ৪৮৭ জন বেসামরিককে হত্যা ও এক হাজার ৪৯ জনকে আহত করেছে।