উৎপাদন পেছানোর বিষয়টি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জাপান ভিত্তিক দৈনিক নিকেই প্রতিবেদনে প্রকাশ করেছে গেল বুধবার।
চীনের ‘জিরো-কোভিড’ নীতিমালার কারণে বছরের শুরুতেই নিজস্ব সাংহাই ও কুনশান কারখানার কার্যক্রম বন্ধ করেছিল আইফোন সংযোজক কোম্পানি পেগাট্রন কর্পোরেশন।
লকডাউনের কারণে সাংহাইয়ের মতো আর্থিক কেন্দ্রও অচল হয়ে গিয়েছে, যা এখন সপ্তম সপ্তাহে গিয়ে ঠেকেছে। অন্যদিকে, কোয়ারেন্টাইন বিষয়ে কড়াকড়ি বাড়িয়েছে বেইজিং।
গত মাসে এমন বড় সমস্যার পূর্বাভাস পেয়েছিল অ্যাপল। কারণ, কোভিড-১৯ লকডাউনের কারণে চীনে প্রতিষ্ঠানটির উৎপাদন ও চাহিদা আটকে গেছে। পাশাপাশি, ইউক্রেইন যুদ্ধ আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির দুর্ভোগে নতুন মাত্রা যোগ করার কথা প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“অ্যাপল ধারণা করছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে নতুন ফোন উৎপাদনের সময়সূচী ও নির্মাণের প্রাথমিক মাত্রা বাধাগ্রস্থ হতে পারে।” –প্রতিবেদনে উল্লেখ করেছে নিকেই।