ক্যাটাগরি

জেসিয়ার ঝড়ো ফিফটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান

মেয়েদের
ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন
পদ্ধতিতে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ১০ উইকেটে হারায়
মোহামেডান।

বিকেএসপির
তিন নম্বর মাঠে আনসার ও ভিডিপি ৩৩.৪ ওভারে ৪ উইকেটে ৯৭ রান করার পর বৃষ্টিতে বন্ধ
হয়ে যায় খেলা। পরে বৃষ্টি থামলে আর ব্যাটিংয়ে নামা হয়নি
তাদের।

মোহামেডানের সামনে ২০ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৯৬। দুই ওপেনারের দৃঢ়তায়
১১.২ ওভারেই তা পেরিয়ে যায় তারা।

প্রথম
ম্যাচে ২৫ বলে ১৩ রান করা জেসিয়া এবার ৩২ বলে করেন ৫৩। ৮ চার ও এক ছক্কায় সাজানো
তার ইনিংস। ৪৩ থেকে পরপর দুই বলে ছক্কা-চারে ফিফটি পূরণের পাশাপাশি দলের জয়
নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ৩৮ বলে ৪টি
চার ও ২টি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন শামিমা। 

এর
আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আনসার
ও ভিডিপি। সেখান থেকে দলকে একা টানেন ইসমত আরা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৯৫
বলে ৫ চারে ৪৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

বল
হাতে একটি উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা জেসিয়া।

একই
দিন বিকেএসপির চার নম্বর মাঠে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একডেমি ও কেরানীগঞ্জ
ক্রিকেট একাডেমির ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। শেখ রাসেল টস জিতে ব্যাটিংয়ে
নেমে ২৩.৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি
থামলেও ভেজা আউটফিল্ডের কারণে আর খেলা হয়নি।

সংক্ষিপ্ত
স্কোর:

বাংলাদেশ
আনসার ও ভিডিপি:
৩৩.৪ ওভারে ৯৭/৪ (আফিয়া
৬, আয়েশা ৩, ইসমত ৪৯*, পান্না ৪, রেশমা ১৪, লিলি ১২*; জেসিয়া ৩-০-৯-১, তাজিয়া
৪-০-২২-১, সোহেলি ৮-১-২৫-১, রুমানা ৬.৪-১-৮-০, শায়লা ৬-১-১৪-০, জেসি ৬-০-১৮-১)

মোহামেডান
স্পোর্টিং ক্লাব:
(লক্ষ্য ২০ ওভারে ৯৬)
১১.২ ওভারে ৯৯/০ (শামিমা ৪৩*, জেসিয়া ৫৩*; তিথি ১-০-৯-০, রুপা ২-০-২০-০, পুজা
৩-০-১৭-০, মাহমুদা ৩.২-০-৩৩-০, লিলি ২-০-২০-০)

ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০ উইকেটে জয়ী

প্লেয়ার
অব দা ম্যাচ:
জেসিয়া আক্তার।