ক্যাটাগরি

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, এক চালক নিহত

উপজেলার শ্রীরামপুর তরমুজ পাম্প এলাকায় বুধবার বেলা সাড়ে
১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কে তারা হতাহত হন বলে বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর
রহমান জানান।

নিহত বারেক সরদার (৬০) পাবনা সদর উপজেলার বাহিরচর গ্রামের
ইমান আলীর ছেলে।

ওসি বলেন, বনপাড়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি
বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন
আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার
করে হাসপাতালে পাঠান।

তাদের প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হয় জানিয়ে ওসি বলেন, তাদের মধ্যে চারজনের অবস্থার অবনতি হলে নাটোর সদর
হাসপাতালে পাঠানো হয়। সেখানে বারেক মারা যান।

আহতদের মধ্যে দুইজন নারী আর চারজন পুরুষ।

এর আগ গত ৭ মে একই সড়কে বনপাড়া এলাকায় দুই বাস ও এক
ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হন; আহত হন আরও অন্তত ৫০ জন।