ক্যাটাগরি

তাড়াশে চালকের হাত-পা বাধা লাশ, ইজিবাইক গায়েব

উপজেলার
বারুহাস-তাড়াশ আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রিজের পাশে জঙ্গলের ভেতর থেকে বৃহস্পতিবার
সকালে তার মরদেহ উদ্ধার করা হয়ে বলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান।

নিহত
ইজিবাইক চালক ইসলাম সরকার (২৯) বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের
ছেলে। তাকে হত্যার পর তার ইজিবাইকটি খুনিরা নিয়ে গেছে বলে পুলিশের ধারণা।

স্বজনদের
বরাত দিয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা সময় ইসলাম সরকার বারুহাস বাজার
থেকে যাত্রী নিয়ে সিংড়ার তৃষিখালী মাজারের দিকে রওনা হন। রাতে বাড়িতে না ফেরায়
স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে ওই জঙ্গলের মধ্যে লাশ পড়ে
থাকতে দেখে থানায় খবর দেয়।

লাশ
উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করার
প্রস্তুতি চলছে।