ক্যাটাগরি

মেহেরপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন বর্জন

কারণ হিসেবে আব্দুর রব বলেন, “দলের বিভক্তি দূর না করতে পারলে নির্বাচন করে কী লাভ? এখানে নৌকার প্রার্থী আমি হলেও দলের একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহার করেন তিন।

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জেলার গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, “আব্দুর রব বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করায় নির্বাচনে আওয়ামী লীগ বা নৌকার কোনো প্রার্থী নেই।”

অনেক প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করে নৌকার টিকেট পেয়েছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব। তিনি হঠাৎ করে নির্বাচন থেকে সরে যাওয়ায় অবাক হয়েছেন নেতাকর্মীরা।

দলের নেতাকর্মীরা বলছেন, দলের সবার সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন আব্দুর রব। তাই রাগ করে নির্বাচন থেকেই সরে গেলেন তিনি।

আগামী ১৫ জুন সদর উপজেলার চার ইউনিয়ন ও জেলার চার পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে।