ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার পেছনে আছে রাশিয়া: পম্পেও

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সাইবার হামলাই ‘সবচেয়ে গুরুতর’ মনে করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার পম্পেও বলেছেন, “আমরা স্পষ্ট করেই বলতে পারি এসব কর্মকাণ্ডে রাশিয়া জড়িত।” তবে রাশিয়া এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান সদ্যই সাইবার হামলার শিকার হয়েছে। দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কার্যালয়সহ, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এমনকী জ্বালানি মন্ত্রণালয়ও সাইবার হামলার কবলে পড়েছে।

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার প্রস্তুতকারী সোলারউইন্ড ফার্মও গত সপ্তাহেই হ্যাকিংয়ের শিকার হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি টক শো’তে এক বেতার সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, তিনি মনে করেন, বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি কোম্পানিতে রাশিয়া কয়েক মাস ধরে সাইবার হামলা চালিয়ে এসেছে।

মার্কিন তদন্ত কর্মকর্তারা এই সাইবার হামলার ঘটনা নিয়ে তদন্ত করছেন বলে জানান তিনি। রাশিয়া ‘জীবনযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে’ বলে অভিযোগ করার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বাস্তব হুমকি’ বলেও বর্ণনা করেছেন পম্পেও।