ক্যাটাগরি

পটুয়াখালীতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু
হয় বলে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম জানান।

নিহত মোসাম্মৎ ইতি আক্তার (২৪) দুমকি উপজেলার
পাঙ্গাশিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মান্নান খানের মেয়ে।

মান্নান বলেন, ইতি ঢাকায় পোশাক কারখানায়
চাকরি করতেন। সেখানে কুষ্টিয়ার মিরপুর থানার সামন্ত এলাকার নূর আলীর ছেলে জলিলুর রহমানের
সঙ্গে তার প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি ছেলে রয়েছে।

“বিয়ের পর থেকে ইতির ওপর জলিল অমানুষিক নির্যাতন
চালায়। একপর্যায়ে ইতি নির্যাতন সইতে না পেরে বাড়ি চলে আসে। কিছুদিন আগে জলিলকে ডিভোর্স
দেয় ইতি। ডিভোর্স দেওয়ার খবর শুনে জলিল ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার গভীর রাতে এখানে আসে।
ঘুমন্ত ইতির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।”

ইতির চিৎকার শুনে সবাই জেগে ওঠে জানিয়ে তিনি
বলেন, “আমরা ইতিকে রক্ষা করতে গিয়ে জলিলকে দেখি। জলিল দ্রুত পালিয়ে যায়।”

ইতি দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

শুক্রবার সকালে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ
সুপার মো. মাঈনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জলিলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিসহ তাকে
গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি সালাম জানিয়েছেন।