ইন্দোনেশিয়ার উদ্দেশে বৃহস্পতিবার মধ্যরাতে রওনা দেয় বাংলাদেশ
দল। শুক্রবার দুপুর স্থানীয় সময় ১টায় জার্কাতায় পৌঁছেছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন
টিম ম্যানেজার ইকবাল হোসেন।
“দুপুরে ইন্দোনেশিয়ায় পৌঁছেছি আমরা। দলের সবাই ভালো আছে।
আজ অনুশীলন নেই। আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করবেন কোচ।”
প্রথম দিনের প্রস্তুতিতে বিকালে একটা সেশন রেখেছেন কাবরেরা।
বানদুংয়ের গেলোরা বানদুং লৌতান আপি স্টেডিয়ামে অনুশীলন করবে দল।
মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাছাই শুরু হবে আগামী ৮ জুন। এ
মিশন সামনে রেখে নিজেদের শক্তি, দুর্বলতা পরখ করে নিতে আগামী ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে
প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।