জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন পার হওয়ার পরপরই ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন।
যাত্রীদের দুর্ভোগ কমাতে রেল পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে বলেও তিনি জানান।
জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
“এতে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ জয়দেবপুর স্টেশনে, ঢাকাগামী ‘জামালপুর এক্সপ্রেস’ মির্জাপুর স্টেশনে দাঁড়িয়ে পড়েছে।”
ঢাকায় উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।
কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল হক জানান, ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ও টিম ঢাকা থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।