শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার অনন্তরাম সরকারটারী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান।
নিহত দেলোয়ার হোসেন (৩৮) উপজেলার সবুর উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন সময়ে ধান, গম, ভুট্টার ব্যবসা করতেন।
দেলোয়ারের স্ত্রী আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেলোয়ারকে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ফারুক হোসেন নামের এক ব্যক্তি। তারপর দেলোয়ারের চিৎকার শুনে রেললাইনের ধারে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।”
দেলোয়ারের মা দিলজান খাতুন বলেন, “পীরগাছা বাজারের একটি দোকানের জায়গা নিয়ে ফারুকের সঙ্গে দেলোয়ারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ কারণে তারা আমার ছেলেকে মেরে ফেলেছে । ”
সহকারী পুলিশ সুপার বলেন, রাতেই অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে। তবে ফারুককে আটক করা যায়নি।
“হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু ক্লু পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।”