চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে
শনিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুর। ফ্রান্সের প্যারিসে জাতীয় স্টেডিয়ামে
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এবারের ফাইনালের মূল ভেন্যু
ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ। কিন্তু দেশটি ইউক্রেইনে আক্রমণ করার পর সেখান থেকে
ম্যাচটি প্যারিসে সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার সংবাদ সম্মেলনে
ক্লপ ইউক্রেইনের মানুষদের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান।
“আমি খুশি যে ম্যাচটি হাজারো
কারণে এখানে হচ্ছে। যুদ্ধ এখনও চলছে এবং আমাদের এ নিয়ে ভাবতে হবে।”
সেন্ট পিটার্সবুর্গ থেকে
ফাইনাল সরিয়ে নেওয়াটা রাশিয়ার জন্য সঠিক বার্তা বলে মনে করেন ক্লপ।
“আমরা ফাইনাল ম্যাচটি ইউক্রেইনের
মানুষদের জন্য খেলব। আমি নিশ্চিত, ইউক্রেইনের কিছু মানুষ ম্যাচটি দেখতে পারবে এবং আমরা
তাদের জন্য খেলব, শতভাগ।”
চলতি মৌসুমে লিগ কাপ ও এফএ
কাপ ঘরে তোলার পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ করতে চায় লিভারপুল।
অন্যদিকে, লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপার
রেকর্ডটা আরো বাড়িয়ে নেওয়ার পালা।
২০১৮ সালে লিভারপুলকে হারিয়েই
এই প্রতিযোগিতায় নিজেদের ১৩ শিরোপার সবশেষটি জিতেছিল রিয়াল। আর লিভারপুল তাদের ৬ শিরোপার
সবশেষটি জিতেছে ২০১৯ সালে।