জনি ডেপের সঙ্গে দাম্পত্য সম্পর্কের
মধ্যেই হার্ডের সঙ্গে ইলন মাস্কের প্রেম হলিউডে বেশ চর্চিত একটি বিষয়। দুই তারকার মামলায়ও
ঘটনাটি এসেছে।
‘পাইরেট’ ডেপ এবং অ্যাকুয়াম্যান তারকা হার্ড ২০১৫ সালে ঘর
বাঁধলেও দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর ১৯১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক
কলামে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন অ্যাম্বার হার্ড।
তাতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রীর বিরুদ্ধে
৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। তার পাল্টায় ১০ কোটি ডলার ক্ষতিপূরণ
চেয়ে পাল্টা মামলা করেন হার্ড।
ভার্জিনিয়ার আদালতে সাত সপ্তাহে ১০০
ঘণ্টাকাল শুনানিতে এই মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে।
বৃহস্পতিবার জুরিরা তাদের বক্তব্য
উপস্থাপন শুরুর পরদিন একটি টুইটের জবাবে এই মামলা নিয়ে কথা বলেন টেসলা আর স্পেসএক্স
কর্ণধার ইলন।
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
তিনি লিখেছেন, “আমি আশা করছি, তারা দুজনই সামনে এগিয়ে যাবে। তাদের প্রতি শুভকামনা রইল।
তারা দুজনই অসাধারণ!”
এই মামলায় জনি ডেডের একটি টেক্সট মেসেজ
প্রকাশ্য হয়, যাতে তিনি বলেছিলেন, “সে আমার সামনে আসু, তাকে এমন শিক্ষা দেব যে জীবনে
তেমনটি আগে কখনও দেখেনি।”
বলা হচ্ছে, স্ত্রী হার্ডের সঙ্গে ইলন
মাস্কের প্রেমের খবর শুনে এই মেসেজটি আরেকজনকে পাঠিয়েছিলেন ডেপ।
কীভাবে জনি ডেপের ‘চড় খেতে’ হয়েছিল, আদালতে বললেন অ্যাম্বার হার্ড