উপজেলার
বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া সংলগ্ন নদীতে বাল্কহেডটি তাকে ধাক্কা দেয় বলে হরিরামপুর
থানার এসআই বাছির উদ্দিন জানান।
নিখোজ রফিক
খাঁ (২৮) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া গ্রামের আহাম্মদ খাঁর ছেলে।
এসআই বলেন, ভাটি
থেকে আসা বাল্কহেডটি ইঞ্জিনচালিত একটি কোষা নৌকাকে ধাক্কা দেয়। এ সময় দুই জেলে
পানিতে পরে যায়। একজন পারে ফিরলেও অপরজন পানিতে তলিয়ে যায়।
এ ঘটনায় বাল্কহেডটি
জব্দ করা হয়েছে বলে জানান এসআই।
নিখোঁজের
সন্ধানে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় উদ্ধার অভিযান
অব্যাহত রয়েছে।