ক্যাটাগরি

দিনাজপুরে ‘নদীতে ডুবে’ কিশোরের মৃত্যু

নিখোঁজের চার ঘণ্টা পর শনিবার বিকাল
সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে দিনাজপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের জ্যেষ্ঠ
কর্মকর্তা মেহফুজ তানজির জানান।

এর আগে বেলা ১২টার দিকে সে
নিখোঁজ হয়।

নিহত সাকিন (১৭) জেলা শহরের লালবাগের
সাইদুর রহমানের ছেলে।

নিহতের নানা ইদরিস আলী বলেন, তিনি
একটি লিচুবাগানে কাজ করার সময় সাকিন গোসলে নামে। এক পর্যায়ে সে নদীতে তলিয়ে যায়।
স্থানীয় একজন তাকে ডুবে যেতে দেখে চিৎকার করে। কিন্তু লোকজন পৌঁছানোর আগেই সে ডুবে
যায়।

এদিকে দিনাজপুরে কোনো ‍ডুবুরি
দল না থাকায় রংপুর থেকে ডুবুরি গিয়ে সাকিনকে উদ্ধার করে বলে জানান মেহফুজ তানজির।