বৃহস্পতিবার উন্মুক্ত করা এই আপডেটে
অপারেটিং সিস্টেমে বেশ কয়েকটি ‘বাগ ফিক্স’ আনার পাশাপাশি ডিভাইসের স্থিতিশীলতা বাড়ানোর
কথা বলেছে নির্মাতা।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন
অনুযায়ী, কয়েকটি ‘বাগ ফিক্স’-এর মধ্যে সার্চ বারে খোঁজার পর ফলাফল না আসা, ডিভাইস ক্র্যাশ
এবং হটস্পট চালুর পর রিস্টার্ট নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে কাজ করেছে গুগল।
‘অ্যান্ড্রয়েড অটো’র সঙ্গে সংযোগ
হারানোর পর ডিভাইস ক্র্যাশ ও রিস্টার্ট নেওয়া এবং ফোন কল নেওয়ার সময় ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে
‘কল ডায়ালিংয়ের’ আওয়াজ শোনার মতো বিষয়গুলোর সমাধান দেওয়া হয়েছে অন্যান্য ‘ফিক্স’-এ।
‘পিক্সেল ৪’ সহ অন্যান্য পিক্সেল
ডিভাইসেও নতুন এই আপডেট পাওয়া যাবে।
গুগল ‘অ্যান্ড্রয়েড ১৩’-এর ঘোষণা
দিয়েছিল ফেব্রুয়ারিতে, এর পর থেকেই বেটা অপারেটিং সিস্টেমে চলছে এটি। আসন্ন শরতে সবার
জন্য অ্যান্ড্রয়েড ১৩ চালুর পরিকল্পনা রয়েছে গুগলের।
‘অ্যান্ড্রয়েড ১৩’-তে ‘ম্যাটেরিয়াল
ইউ’ সুবিধার পাশাপাশি গোপনতা এবং নিরাপত্তা ‘টুল’ বাড়ানো হয়েছে। এ ছাড়া, ‘আরসিএস’ মেসেজিং
সুবিধা বাড়ানো, নতুন করে তৈরি একটি ‘গুগল ওয়ালেট’ এবং ক্রোমবুক, ঘড়ি, টিভি, গাড়ি ও
অন্যান্য স্মার্ট হোম ডিভাইসের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর কথাও প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট।