ক্যাটাগরি

স্টান্ডার্ড চার্টার্ডের দক্ষিণ এশিয়ার সিইও জারিন বাংলাদেশে

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টাড বাংলাদেশ।

সফরে তার সঙ্গে রয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের (সিসিআইবি) ক্লায়েন্ট কভারেজ (এশিয়া) রিজিওনাল কো-হেড হেইডি টোরিবিও। 

চার দিনের এই সফরে তারা নিয়ন্ত্রক সংস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে দেখা করবেন।

বিজ্ঞপ্তিতে কলা হয়, এই সফরের উদ্দেশ্য দেশের সরকারি ও বেসরকারি খাতে ব্যাংকের দীর্ঘস্থায়ী কুশলী অংশীদারিত্বের ভিত আরও মজবুত করা এবং উন্নতির পথে অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশের সহযোগী হওয়া।  

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “সাম্প্রতিক মহামারী আমাদের দেশের স্থিতিস্থাপকতা ও সংকল্পের দৃঢ়তা বিশ্বের সামনে তুলে ধরেছে। দুই বৈশ্বিক নেতার এই সফর বিশ্বব্যাপী ব্যাংকের নেটওয়ার্কে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তারই প্রমাণ। এছাড়া এতে ব্যাংকের আন্তর্জাতিক সহযোগিতা গতিবান করার আমাদের প্রতিশ্রুতি এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের অর্জনসমূহ ফুটে উঠে।”

জারিন ৩১ বছরের কর্মজীবনে হোলসেল ব্যাংকিং, এগ্রি-ফাইন্যান্স, করপোরেট ফাইন্যান্স, করপোরেট প্ল্যানিংসহ ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং ক্রেডিটের মতো বেশ কয়েকটি ব্যাংকিং কার্যক্রম নিয়ে কাজ করেছেন।

২০২১ সালে ফরচুন ইন্ডিয়া তাকে ‘৫০ মোস্ট পাওয়ারফুল ওমেন ইন বিজনেস’ হিসেবে তালিকাভুক্ত করে। বিজনেস ওয়ার্ল্ড ‘৫০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল ওমেন ইন ইন্ডিয়া’ হিসেবেও স্বীকৃতি দেয় তাকে।