বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত বছরে অনুষ্ঠিত ইউল্যাবের অনলাইন সমাবর্তনে ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের রাদিয়া আল রশিদ,
জ্যাকলিন পিউ বোস,
শামায়েল মর্তুজা ও এস এ এম রায়হান স্বর্ণপদকের জন্য মনোনীত হন।
ইউল্যাবের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পদক বিতরণ অনুষ্ঠানে উপ–উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য,
রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অব), ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক আরিফা গনি রহমান উপস্থিত ছিলেন।