ক্যাটাগরি

বিপদে পড়লে আওয়ামী লীগকে পাবেন না: পুলিশকে বিএনপি

তিনি বলেছেন, “খন সময়
এসেছে জনগণের পক্ষে থাকার। বিপদে পড়লে আওয়ামী লীগ আপনাদের সাহায্য করবে না।”

রোববার চট্টগ্রামে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির
আলোচনা সভায় পুলিশকে উদ্দেশ করে একথা বলেন দলের কেন্দ্রীয় এই ভাইস চেয়ারম্যান।

মীর নাছির বলেন, “তারেক
রহমান দেশে আসলে ‘বিপ্লব’ হয়ে যাবে। খালেদা জিয়াকে একবার জনসম্মুখে আসতে দেন, দেখেন
কী হয়।”

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ
চৌধুরী বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতির গতি আরও বেড়ে যেত।
কিন্তু দেশের বর্তমান অর্থনীতি চলে গেছে কিছু মানুষের হাতে। এ অর্থনীতি গণমানুষের হাতে
ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের অর্থনৈতিক দর্শনে ফিরে যেতে হবে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন
বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের আধুনিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা।
তার শাসনামল ছিল বাংলাদেশের ‘স্বর্ণযুগ’। কৃষি থেকে শুরু করে রেমিটেন্সসহ অর্থনীতির চাকা সচল হয়েছিল
জিয়াউর রহমানের হাত ধরে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয়
কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক
আবু সুফিয়ান, নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।