ক্যাটাগরি

রাবির দুই শিক্ষক বহিষ্কার, একজনের পদোন্নতি স্থগিত

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য সহকারি অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর সাংবাদিকদের জানান, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৪ তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন-মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন।

তাদের মধ্যে হাবিবাকে বিশ্বaবিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত থাকার কারণে এবং সালমাকে পারভাইজারের স্বাক্ষর জালিয়াতির কারণে বহিষ্কার করা হয়েছে বলে সাদিকুল জানান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় আগামী চার বছর তার পদন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাদিকুল বলেন, এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমন্বয়ে একটি সেল গঠন করা হয়েছে; যেখানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা হবে।