উপজেলার চাঁনপুর ইউনিয়নের কোলচরী শ্যামরায়
গ্রামে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তাওহীদ
জানান।
নিহতরা হলেন- গ্রামের আলী হোসেন মোল্লার
মেয়ে লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪)।
পরিদর্শক বলেন, ত্রুটিপূর্ণ সংযোগের কারণে
ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে ছিল। সকালে নাস্তা করার সময় দুই বোন বেড়ার সঙ্গে হেলান
দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক
দুজনকেই মৃত ঘোষণা করেন।
চাঁনপুর ইউপির চেয়ারম্যান মো. বাহাউদ্দিন
ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর
করেছে পুলিশ।