একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা
না দিলে আরও এক বছরের দণ্ড ঘোষণা করেছে আদালত।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম সোমবার দুপুরে এ রায়
ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন জেলার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর এলাকার গোলাপ
সর্দারের ছেলে আল আমিন সর্দার ও একই উপজেলার চাপাইগাছি এলাকার আজিম প্রামাণিকের ছেলে
বাপ্পী প্রামাণিক।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।
আদালতের পিপি অনুপকুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৫ সালের ১২
সেপ্টেম্বর কুমারখালী উপজেলার চাপাইগাছি এলাকার তরুণ সাবু মিয়া (২০) বাড়ি থেকে বাজারের
উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে এলাকার কলাবাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে
পায় স্থানীয়রা।
এ ঘটনায় সাবুর বাবা স্বপন মণ্ডল থানায় হত্যা মামলা করেন।
প্রেমের বিরোধ নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ২০১৬ সালের ১৮
জানুয়ারি আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা এসআই আবুল হাশেম।
পিপি বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ সন্দেহাতীত
প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে আদালত।