কিন্তু সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর সোশাল মিডিয়ায় প্রশংসার চেয়ে সমালোচনাই
বেশি হচ্ছে বলে ভারতের সংবাদ মাধ্যমের খবর।
অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র রিমেক হিসেবে ‘লাল সিং চাড্ডা’ তৈরি করেছেন আমির খান। সিনেমার প্রযোজক তিনি, প্রধান ভূমিকায় অভিনয়েও
তিনি।
রোববার সিনেমার ট্রেইলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ
লিখেছেন, ‘ফরেস্ট গাম্প’ অভিনেতা
টম হ্যাংকসকে অবিকল অনুকরণের চেষ্টা করেছেন আমির।
রিমেক হলেও লাল সিং চাড্ডা হলিউডের ফরেস্ট গাম্প ধরে ভারতের মেজাজে ভিন্ন
আমেজে নির্মিত হবে বলে আশা করছিলেন অনেকে।
তবে ট্রেইলার দেখে ‘ফরেস্ট গাম্প’ সিনেমার সঙ্গে ফ্রেম থেকে ফ্রেম ধরে আমিরের সিনেমার হুবহু মিল খুঁজে
পাওয়ার কথা তুলে ধরে দর্শকদের কেউ কেউ এটিকে ‘অর্থহীন রিমেক’ বলেছেন।
আমিরের মতো খ্যাতিমান অভিনেতা এভাবে অনুকরণ করবেন, তা ভাবতে পারেননি বলে
মন্তব্য করেছেন কেউ কেউ।
সিনেমায় পাঞ্জাবের যুবক লাল সিং চাড্ডার ভূমিকায় অভিনয় করেছেন আমির খান;
ফরেস্ট গাম্পের জেনির আদলে লাল সিংয়ের রূপার চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান।
ট্রেইলার দেখা গেল, দৌড়াতে থাকা লাল সিং চড্ডাকে বাকিরা বলছে ‘রান লাল রান’; একইভাবে ফরেস্ট গাম্প চরিত্রে টম হ্যাঙ্কসকে দৌড়াতে বলা হয়েছিল,
‘রান ফরেস্ট রান’ বলে।
ফরেস্ট গাম্প গিয়েছিলেন ভিয়েতনাম যুদ্ধে; বীরদর্পে
যুদ্ধ করেছিলেন। লাল সিং চাড্ডা সিনেমায় উঠে এসেছে নব্বয়ের দশকে কার্গিল যুদ্ধের প্রেক্ষাপট।
যুক্তরাষ্ট্রের উপন্যাসিক উইস্টোন গ্রুমের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে
হলিউডের সিনেমাটি পরিচালনা করেন রবার্টস জেমিকস; এ সিনেমায় অভিনয়ের সুবাদে অস্কার পেয়েছিলেন
টম হ্যাংকস।
তার তিন দশক পর ২০১৮ সালে হিন্দি রিমেকের ঘোষণা দেন
আমির খান; মাঝে করোনাভাইরাস মহামারী পেরিয়ে আলোর মুখ দেখছে ‘লাল সিং চাড্ডা’।
আমির খানের প্রযোজনায়, অদ্বৈত চন্দনের পরিচালনায় নির্মিত সিনেমাটি ১১
অগাস্ট ভারতজুড়ে মুক্তি পাবে।