সোমবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাঁহ মাঠ ও আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান জানান।
রোববার জারি করা এই আদেশে বলা হয়, সোমবার বিকাল ৪টার দিকে দানারহাট ঈদগাহ মাঠে বেগুনবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছিল। এদিকে একই স্থানে বেলা ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ।
“আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।” এই সময়ের মধ্যে ওই এলাকায় সভা, সমাবেশ ও দলবদ্ধ যেকোনো কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।