উপজেলার উজলকুড় ইউনিয়নের দাউদখালী নদীর সিকি
এলাকায় সোমবার সন্ধ্যায় মরদেহটি পাওয়া যায় বলে জেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. গোলাম
সরোয়ার জানান।
নিহত আহাদ আলী (৭) উপজেলার গোবিন্দপুর গ্রামের
সরকারি আশ্রয়ণ পল্লির মো. ওমর আলীর ছেলে।
রোববার সন্ধ্যায় বাড়ির পেছনে দাউদখালী নদীতে
পড়ে নিখোঁজ হয় আহাদ ও তার খালাত বোন জান্নাত (৫)।
জান্নাতের সন্ধান এখনও পাওয়া যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক
মো. গোলাম সরোয়ার বলেন, সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলের প্রায় তিন কিলোমিটার দূরে দাউদখালী
নদীর সিকি এলাকা থেকে ভাসমান অবস্থায় আহাদের মরদেহ উদ্ধার করেন তারা। জান্নাতের সন্ধান
এখনও পাওয়া যায়নি। ভাটার টানে মরদেহটি দূরে কোথাও ভেসে থাকতে পারে।
ফায়ার সার্ভিস সোমবার সন্ধ্যায় তল্লাশি অভিযান
সমাপ্ত ঘোষণা করেছে। জান্নাতের মরদেহ খুঁজে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে তার পরিবার।