সোমবার আরও ২৬৭টি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার
ও ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের হাসপাতাল শাখার
পরিচালক বেলাল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭২ ঘণ্টার
একটা ক্র্যাশ প্রোগ্রামে গতকাল পর্যন্ত ৮৮২টি অনিবন্ধিত হাসপাতাল বন্ধ করে দেওয়া
হয়েছিল। সেই প্রোগ্রামটা শেষের পর গতকাল রাতে আমরা বিভিন্ন জেলার সিভিল সার্জন, বিভাগীয়
পরিচালক, উপজেলা পর্যায়ে আমরা সিদ্ধান্ত জানিয়েছি।
“এখন রেগুলার রুটিন ওয়ার্কের পাশাপাশি যখনই তাদের মনে
হবে তারা মনিটরিং করবে, তারা অনিবন্ধিত হাসপাতালে অভিযান চালিয়ে বন্ধ করে দিবে।”
গত বুধবার এই অভিযান শুরুর পর তিন দিনে সারা দেশে
নিবন্ধনহীন ৮৮২টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য
অধিদপ্তর।
৩ দিনে বন্ধ হল ৮৮২ ক্লিনিক-ডায়াগনস্টিক
সব মিলিয়ে এ পর্যন্ত দেশের ১ হাজার ১৪৯টি অনিবন্ধিত
হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হল।
এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে খুলনায়, ৩০৩টি। ঢাকা
বিভাগে ২৮৬টি অনিবন্ধিত হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে, এর মধ্যে ১৩টি ঢাকা সিটি
করপোরেশন এলাকায়।
চট্টগ্রামে ১৯০টি, রাজশাহীর ১৩৫টি, ময়মনসিংহের ১২১টি,
বরিশালের ৬৫টি, সিলেটের ৩৫টি এবং রংপুরের ১৪টি বন্ধ করা হয়েছে।
এসব বন্ধ হাসপাতালে নিবন্ধন নিয়ে পুনরায় চালু করা যাবে
বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।