ক্যাটাগরি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: গুচ্ছের পরীক্ষা ৩০ জুলাই

সেশনজট
এড়াতে ২০২৩ সালের শুরুতেই নতুন শিক্ষার্থীদের ক্লাসে বসানোর পরিকল্পনা থেকে এই পরীক্ষার
সময় এক মাস এগিয়ে আনা হয়েছে।

সোমবার
অনলাইনে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভায় এবার পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা বাড়িয়ে
১৫০০ টাকাও করা হয়েছে।

গুচ্ছভুক্ত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানিয়েছেন।


ইউনিট বা বিজ্ঞান বিভাগের পরীক্ষার মাধ্যমে এবার ভর্তি পরীক্ষা শুরু হবে জানিয়ে তিনি
বলেন, বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই, মানবিকের ১৩ অগাস্ট এবং বাণিজ্যের পরীক্ষা ২০ জুলাই অনুষ্ঠিত
হবে।

এর
আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের
(সাধারণ গুচ্ছ) ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে আরেক সভায় তা
অগাস্টে নেওয়ার সিদ্ধান্ত হলেও দিনক্ষণ ঠিক হয়নি।

এবার
সাধারণ গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০টি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায়
অংশ নেবে।

গত
মাসে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তির প্রক্রিয়ায় যুক্ত হলেও বিশ্ববিদ্যালয় দুটি এবারে ভর্তি
পরীক্ষায় অংশ নিতে পারবে না।

সাধারণ
এবং বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল এবং কৃষি ও কৃষি প্রধান- এই তিন গুচ্ছে গত বছর ২৯টি
পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েছিল।