দেশটির ফুটবল ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় চোট ধরা পরার পর কোর্তোয়াকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত শনিবার লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে জিতে ইউরোপ সেরার ট্রফি নিশ্চিত করে রিয়াল। পুরো ম্যাচে ৯টি অসাধারণ সেভ করে দলকে জেতানোর পর কোর্তোয়া সমস্যা অনুভব করার কথা জানিয়েছিলেন।
এরই মধ্যে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বেলজিয়াম কর্তৃপক্ষ।
চোটের কারণে ছিটকে পড়েছেন ডিফেন্ডার জেসন দিনায়ারও। অলিম্পিক লিওঁর সঙ্গে চুক্তি শেষ করা এই সেন্টার-ব্যাক ২০২১-২২ মৌসুম জুড়েই গোড়ালির সমস্যায় ভুগেছেন।
আগামী দুই সপ্তাহে ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি নেশন্স লিগের চারটি ম্যাচ খেলবে। আগামী শুক্রবার নেদারল্যান্ডস ও পরের বুধবার পোল্যান্ডের মুখোমুখি হবে তারা, দুটি ম্যাচই হবে বেলজিয়ামের মাঠে। এরপর তারা ১১ জুন খেলবে ওয়েলসের মাঠে আর তার তিন দিন পর ফিরতি লেগে খেলবে পোলিশদের আঙিনায়।