পলাতক সামিউল ইসলাম (২৭)
উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার
দিকে গোবিন্দগঞ্জ থানা চত্বর থেকে সামিউল পালিয়ে যান বলে থানার পরিদর্শক
মোস্তাফিজুর রহমান জানান।
পরিদর্শক বলেন, চাঁদপুরের
মতলব উত্তর থেকে সোমবার সামিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। মাইক্রোবাসে করে তাকে
গোবিন্দগঞ্জ আনা হয়। ভোরের দিকে থানা চত্বরে মাইক্রোবাস থেকে নামার সময় পুলিশকে
ধাক্কা মেরে সামিউল হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান। ধাক্কায় এসআই আব্দুল্লাহ আল
মামুনসহ ও দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পালানোর অভিযোগে থানায়
তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন।
গাইবান্ধার পুলিশ সুপার
মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পলাতক আসামিকে আবার গ্রেপ্তার করতে পুলিশ সাঁড়াশি
অভিযান চালাচ্ছে।