ক্যাটাগরি

কলেজ শিক্ষকের হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে বলে কুমারখালি থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান।

তোফাজ্জেল বিশ্বাস কুমারখালি বাঁশগ্রাম কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক। তিনি কুমারখালি বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, তোফাজ্জেল তার বাড়ি থেকে কুষ্টিয়া শহরে আসছিলেন। এ সময় বংশীতলা নতুন ব্রিজের উপর রাস্তার কাজে ব্যবহৃত রোলার মেশিনের পিছনে ওত পেতে ছিল ১০ থেকে ১৫ দুর্বৃত্ত। তারাই অস্ত্র নিয়ে কলেজ শিক্ষকের ওপর হামলা চালায়।

“কব্জি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় তার; এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপানো হয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।“

কামরুজ্জামান আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ অভিযোগ দেয়নি। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।